জাতিসংঘের প্রতি জরুরী আন্তর্জাতিক আবেদন
শ্রীলংকাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারার্থে পাঠানোর সুপারিশ
শ্রীলংকাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারার্থে পাঠানোর জন্য আমরা বিশ্বের বিভিন্ন স্থানের নিম্ন সাক্ষরকারিরা জাতিসংঘের প্রতি আহবান জানাই অথবা আহবান জানাই অনুরুপ একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক বিচারিক ব্যাবস্থা প্রতিষ্ঠার, যার মাধ্যমে শ্রীলংকায় তামিল জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের, মানবতার বিরুদ্ধে অপরাধের এবং গনহত্যার তদন্ত ও বিচার সম্ভব হবে।
শ্রীলংকা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদন অনুসারে ২০০৯ সালের ছয় মাসে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনির কাছে নিহত এবং ধর্ষিত হয়েছে ৭০ হাজার তামিল।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভ্যন্তরীণ কোন ব্যাবস্থা অথবা শংকর বা হাইব্রিড ব্যাবস্থা তামিল জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেনা। আন্তর্জাতিক বিচার পদ্ধতির স্থলে অভ্যন্তরীণ বা হাইব্রিড অর্থাৎ শংকর ব্যাবস্থা প্রবর্তনে, নতুন শ্রীলঙ্কা সরকা্রের আহবান মূলত শ্রীলংকাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর শুপারিশের বিরধিতা এবং জবাবদিহিতার বিষয়ে অপরাপর উদ্যোগ বিলম্বিত করার চেষ্টা।
শ্রীলঙ্কার বর্তমান অবস্থা জাতিসংঘ চার্টারের চ্যাপ্টার ৭ এর আর্টিকেল ৩৯ অনুযায়ী শান্তির জন্য হুমকি স্বরুপ। কারণ সেখানে যুদ্ধাপরাধের, মানবতার বিরুদ্ধে অপরাধের এবং গনহত্যার ব্যাপারে কোন জবাবদিহিতা নেই।
|